Skip to main content

Posts

Showing posts from 2020

এসো স্বপ্ন ছুঁই

আজকে খারাপ দিন যাচ্ছে? চিন্তা করো না, এমন সবারই যায়। কালকের দিনটি যথেষ্ট ভালো হবে। কালকের চিন্তা করে নেমে পড়ো। নিজেকে ৫ বছর পর বা ১০ বছর পর কোথায় দেখতে চাও, তা নিয়ে কাজ কর। কাজ কর মহৎ কিছুর লক্ষ্যে। জীবনেও হতাশ হবে না। প্রতিটি ব্যর্থতা থেকেই শিক্ষা গ্রহণ করতে পারবে। এক দিন ঠিকই লক্ষ্যে পৌঁছাতে পারবে। হয়তো দেখা যাবে ৫ বছরের জায়গায় ৬ বছর লাগবে। এমনকি ৪ বছর ও লাগতে পারে। থেমে থেকো না। একটুও না। জয় হোক স্বপ্নের 😊 Copyright : jakir.me